টুকটুকে লাল বেনারসী শাড়ি
সেজেছো বঁধূর সাজে
রাঙা চরণ নূপুর ছন্দে
রিনিক ঝিনিক বাজে।


হৃদয়ে লেগেছে সোহাগের রোদ
ওষ্ঠে উঠেছে চাঁদ
রাতের আঁধারে যাবে হারিয়ে
নেই কোনো পাতা ফাঁদ।


ভালোবাসা আজ প্রেম বন্ধনে
দিয়েছে খুশিতে ধরা
রাত গভীরে জ্যোৎস্না আলোতে
সোহাগে হৃদয় ভরা।


সুখী জীবনে গর্ভে এসেছে
ভালোবাসা তার নাম
হামাগুড়ি দেয় ছোট্ট শিশু
ভালোবাসায় চেওনা দাম।


পূর্ণিমা চাঁদ ভাবে না কিছুই
কুঁড়েটাকেও দেয় আলো
সুখের ঘরে থাকবে সুখ
জীবন কাটবে ভালো।


        ******


রচনাকাল - ০৯|০৮|২০২২