কেন তুমি আগের মত বাঁচতে চাও
কেন তুমি আগের কথা জানতে চাও।


তুমি তো এখন চড়ো রঙিন বিদেশী গাড়ী
তুমি তো এখন রঙিন তুফানি ওড়াও।


তবু, কেন তুমি আগের মত বাঁচতে চাও
কেন তুমি আগের কথা জানতে চাও।


আমাদের ভালোবাসা এখন ভাঙা জাহাজের মাস্তুল
এখানে অভাব ছাড়া কিছু নেই ...


নদীর বুকে ভেসে বেড়ানোর দিন বড্ড মনে পড়ে
আমাদের যৌবন কেটেছে শরৎ মেঘের মত।


তবু, কেন তুমি আগের মত বাঁচতে চাও
কেন তুমি আগের কথা জানতে চাও ।


আমি যে বড্ড গরীব ঠিক আগের মতই
তুমি এখন থাকো সাতমহলা বাড়িতে ।


বৈভব সুখ উল্লাস সবই তোমার হাতের মুঠোয়
এক লহমায় উড়তে পারো আকাশ পথে ।


তবু, কেন তুমি আগের মত বাঁচতে চাও
কেন তুমি আগের স্মৃতিতে ভাসতে চাও।।


          ********