ভাঙা সাঁকোর ওপারে থমকে দাঁড়িয়ে শৈশব
মলিন ক্যানভাসে আঁকা ছবি আজও হৃদয়ে জ্বলজ্বল করছে
শৈশবের সেই সব দিনগুলো ভুলে যায় কী করে?


সভ্য যুগে আমরা সবাই ব্যস্ত -
সময় দিতে পারিনা নিজের সন্তানদের জন্য
মোবাইলের দৌলতে এখন শৈশব চুরি হয়ে গেছে।


শৈশবের খেলার সাথী ওদের নেই
একাকিত্ব ক্রমশ গ্রাস করছে শিশুদের নিঃসঙ্গতা
হারিয়ে গেছে আমাদের শৈশবের প্রাণ খোলা উচ্ছলতা।


মনমরা ভাঙা সাঁকোটা দুলছে ...
কতক্ষণ দুলবে জানি না, হয়তো দমকা হাওয়ায় ভেঙে পড়বে সাঁকোটা
শৈশবের টুকরো টুকরো স্মৃতিগুলো হারিয়ে যাবে এক লহমায়।


ফ্ল্যাট বন্দী জীবন, দূষণে ভরে উঠছে শহর থেকে গ্রাম
মুখ থুবড়ে পড়ে আছে খেলার মাঠ, দোলনা ...
ভাঙা সাঁকোটি আজীবন বেঁচে থাক আমাদের হৃদয়ের মণিকোঠায়।।


             ******


রচনাকাল  - ০৪|০৬|২০২২