বাংলা নব জাগরণের জনক তুমি
সতীদাহ নামক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান
তুমি হলে নারী সমাজের কাছে রাজার রাজা
কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে তিনি হয়ে ওঠেন মহীরুহ।


ভারত পথিক রাজা রামমোহন ছিলেন প্রকৃত অর্থেই রাজা
সমাজ ও ধর্ম সংস্কারকারক হিসাবে তাঁকে মনে রাখবে সব্বাই
ব্রাহ্মণ সমাজের কাছে তিনি চক্ষুশূল হয়ে ওঠেন
নারী শিক্ষা বিস্তারে তার অবদান ভুলবে না কেউ।


তিনিই বলে ছিলেন – ঈশ্বর এক এবং অদ্বিতীয়
নারী মুক্তি আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য
রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভারত পথিক' বলে অভিহিত করেছেন।


একবিংশ শতাব্দীতে এসেও মানুষ ভুলে যায় নি তাঁকে
তাঁকে 'ভারতের প্রথম আধুনিক মানুষ' বলা হয়
সূর্যের তেজের মত তিনি আজও সব্বার হৃদয়ে বিরাজ করবেন।


      *****


রচনাকাল  - ২১|০৫|২০২২