মনের উৎসারিত আলোয় ফুটে ওঠে ফুল
দখিনা হাওয়ায় বাধা মানে না কোন কিছুই
দিগন্তের সবুজ ছুঁয়ে আছে হৃদয়ের অনন্য অনুভব!


হাসিতে খুশিতে জীবন কাটাতে চায় প্রতিটি মানুষ
ভালোবাসার গীতবিতানে লেখা হয় নতুন বছরের উপকথা
পুরনোকে ভুলে যাব বললেই ভুলে যাওয়া যায় না!


পরিবার আত্মীয় পরিজন নিয়েই আমাদের সুখ
যারা বিদেশে থাকে তাদের মত দুঃখী আর নেই
টাকা উপার্জন জীবনের সব আনন্দ হতে পারে না!


বছরের কোন এক নির্দিষ্ট সময়ে তারা আসে বিদেশ থেকে
হৃদয়ের মণিকোঠায় যে শৈশব স্মৃতি বেঁচে আছে
সে কথা ভেবেই তারা ছুটে ছুটে আপনজনদের কাছে আসে!


প্রতিটি উৎসবে বাঙালীর মননে গেঁথে আছে জীবন গাঁথা
তাদের অর্থ সম্পদ সবই আছে কিন্তু কী যেন নেই ...
আত্মীয় পরিজনদের ভালোবাসার অভাব তারা বড্ড অনুভব করে!


         *******