একটা একটা করে নিভে যাচ্ছে সব আলো
রাতের অন্ধকার তীব্র হবার আগেই জ্বলছে নিভছে জোনাকির দল
খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে বিষণ্ণ শীত।


আকাশ থেকে নেমে আসছে মায়াবী চাঁদের অপরূপ আলো
কুয়াশার সাথে মিশে তৈরি হচ্ছে অপূর্ব আলোক মঞ্জরী
হিমেল হাওয়া ছুঁয়ে যায় রাতের ভৈরবী অভিমান।


ফাগুন দিনের আশায় বসে আছে অসহায় মানুষের দল
শীত যেন তাদের কাছে বড্ড কষ্টকর ...
দখিনা হাওয়া কবে দেবে শীতের ছুটির খবর।


একটা একটা করে শীতল দিন পেরিয়ে যায় -
রাতের পর রাত হিম স্রোত বয়ে যাচ্ছে শিরা উপশিরা দিয়ে
দিনের আলোয় কিছুটা হলেও স্বস্তি দেয় সব্বাইকে...


কিন্তু রাতটা, যখন বিকেল গড়িয়ে ডুবে যায় সূর্য দিগন্তে
আঁধার নামতেই ঠাণ্ডার হাত থেকে বাঁচতে এখানে সেখানে জ্বলে ওঠে আগুন
শরীর গরম করতে এর থেকে ভাল উপায় আর কী আছে!


        *********