বেঁকে গেছে পিঠের শিরদাঁড়া
সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে
কিন্তু কিছুতেই সোজা হতে পারি না।


গভীর গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে সারা শরীর
বেঁকে গেছে সরল জীবনের গতিপথ
মানুষের হৃদয়ের উপত্যকায় অদ্ভুত আঁধার।


পাল তোলা নৌকার মতো উন্মুক্ত জীবন নয়
হাসি আনন্দের রংমশাল মেশানো সুরভিত উদ্যান কোথায়
খুঁজেই চলেছে মানুষ যতক্ষণ না রাত্তির নামে...


ঈশ্বরের পদতলে বসে আছে লক্ষ কোটি অসহায় মানুষ
হেমন্তের আকাশ জুড়ে বেওয়ারিশ মেঘের ঘনঘটা
সোনালী ফসলের বুকে আবারও কী দুর্যোগের আঁধার।


শিরদাঁড়াটা আর কখনও কী সোজা হবে না?
গরীবের ভৌগোলিক মানচিত্রে বিষাদ জীবনের ইতিহাস লেখা
হৃদয়ের উপগ্রহে আজও ধরা পড়ে না হেমন্তের মরমী রোদ্দুর।


           *******


রচনাকাল  - ২৫|১০|২০২২