দোয়েল ফিঙে কোকিল বাবুই গ্রাম বাংলার পাখি
দখিনা হাওয়ায় মন জানালার দুয়ার খুলে রাখি।


মরুভূমিতে শুধুই বালি পাহাড়ে কেবলই  পাথর
সবুজ বনানীর মধুর ছায়ায় হৃদয় হবে না কাতর।


ছোট্ট নদী এঁকেবেঁকে চলে আপন খেয়ালে বয়
গাঙের মানুষ নাইতে গিয়ে কতো না কথা কয়।


সহজ সরল গ্রাম্য জীবনে আছে একমুঠো সুখ
দুঃখের নদী ঠিকানা হারিয়ে দেখায় হাসি মুখ।


ভুবন ডাঙার মাঠ পেরলেই পাবে সবুজ গ্রাম
হিংসা দ্বেষ নেই সেখানে আছে মানুষের দাম।


গোধূলি আলোতে জুড়িয়ে যাবে সকল কান্না ব্যথা
ছোট্ট জীবন সুখের ভাষায় লিখছি কাব্য কথা।


পাখির কুজনে ভাঙছে ঘুম এসেছে নতুন ভোর
এমন জীবন ক'জন পাবে হৃদয়ে দিও না দোর।


           *******


রচনাকাল - ১৯/০৪/২০২১