ক্ষুধার দাবানলে জ্বলছে মানুষ
অবুঝ শিশুরাও অভুক্ত
কান্না কথা বোঝেনা কিছুই
মানুষ বড়ই রিক্ত!


শূন্য থালায় দুফোঁটা অশ্রু
পড়ছে নীরবে ঝরে
অসহায় জননী কান্না লুকিয়ে
হাসবে কেমন করে!


সময়ের সাথে শরীর ভাসিয়ে
চলবে কী করে জীবন
ভুখা মানুষ করছে লড়াই  
নইলে হবে মরণ।


আকাশ পাখিরা ডানার ভিতর
ভালোবাসা লিখে রাখে
ক্ষুধার্ত মানুষ কান্না ভুলে
পাখির সোহাগ দেখে।


ভোরের আলোয় নতুন সূর্য
উঠছে যেন হেসে
ভুখা মিছিল বন্ধ করতে
হাতটি ধরবে এসে।
  
  *****


রচনাকাল – ২৭/০৬/২০২০