পড়ন্ত বিকেলের রোদে মিশে আছে অভুক্ত মিছিলের কান্না
পৌষ সংক্রান্তি পেরিয়ে গেছে ভেজা শিশিরের স্পর্শ নিয়ে
শাখা প্রশাখায় এখনই দেখা দিয়েছে আমের মুকুল।


অবহেলিত ক্ষুধার্ত মানুষ মিছিলে সামিল -
ভাতের গন্ধে পেট ভরে ওঠে অভুক্ত মানুষের
তবুও একমুঠো ভাতের দেখা মেলে না।


মিছিল চলছে তো চলছেই ...
কবে থামবে এ মিছিল কেউ জানে না
ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে গোধূলির সাথে সাথেই।


হৃদয়ের বালুচরে লুকিয়ে কাঁদে মরা জ্যোৎস্নার আলপথ
ফুটপাতের কোলাহল থেমে যায় রাত গভীরে হলে
জোনাকির আর্তনাদ ক্রমশ তীব্রতর হচ্ছে ভাঙা চাঁদের আলোয়।


শীত পেরিয়ে আসে বসন্তের উন্মাদনা -
দখিনা হাওয়ায় ভেসে যায় ভুখা মিছিলের শপথ
বাঁচতে হবে, লড়াইটা এখন একান্নবর্তী পরিবার হয়ে গেছে।


              ******


রচনাকাল - ২১/০১/২০২২