চোখের জ্যোতি যাচ্ছে কমে
বয়স নয়তো বেশি
অল্প বয়স চোখে চশমা
মুখে মলিন হাসি।


ফুলের মতো শিশুর দল
ভুলেছে মাঠের খেলা
হাতে মোবাইল যেন বাইবেল
কে দেবে কান মলা?


এক পৃথিবী সুখের স্বপ্ন
বাবা মায়েরা দেখে
হঠাৎ তাদের স্বপ্নে ফাটল
যাচ্ছে শিশুরা বোখে!


পথ হারিয়ে কৈশোর যৌবন
ধুঁকছে কিশোর মন
আলোর দিশা কে দেখাবে
কে হবে আপনজন!


দখিনা হাওয়ায় আসবে খবর
আসছে খুশির দিন
ভুলের মাশুল দিয়েই তারা
সুধবে সকল ঋণ।


      *******


রচনাকাল - ০৬/০১/২০২১