ভীমরুলের চাকে মেরেছো ঢিল নেই কোথাও মুক্তি
ছুটে এসে দেবেই কামড় থাকুক যতই শক্তি।


ওদের চোখে তুমিই শত্রু বাড়াও বন্ধুর হাত
ভেঙে তোমার দেবেই সে হাত হবে কুপোকাত।


রক্ত মাংসের মানুষ তুমি করতে পারো ভুল
ক্ষমা তোমায় করবে না আর তুমিই চক্ষুশূল।


গোপন ডেরায় দিয়েছো হানা নিজেই খুঁড়েছো গর্ত
গলার নলিতে চাকুটা রেখে আদায় করবে শর্ত।


সুখের জীবন থাকবেনা আর কাটবে দুঃসহ জীবন
এমনি করে বাঁচার চেয়ে ঈশ্বর দাও মরণ।  


     ******


রচনাকাল – ০১/০৭/২০২১