মরে গেছে সুস্থ বিবেক
মরে গেছে বোধ
বিবেক ভুলে সব মানুষই
নিচ্ছে কেবল শোধ!


মুখোশ পরে হাসছে সবাই
ভাঙন গভীর খাদে
বিবেক বুদ্ধি শিকেয় তুলে
মানুষ ফেলছে ফাঁদে!


রঙিন জীবন খুশির তুফান
রাত্রি জাগা ভোর
ঠগ মানুষই হেসেই বলছে
দিওনা হৃদয়ে দোর!


ক্ষমতা দম্ভ হয় একাকার
বিবেক দেখায় বহর
নিওন আলো ঝিমিয়ে আছে
ডুকরে কাঁদে শহর!


খোলা আকাশে ভাতের গন্ধ
শিশুর কান্না থামে
বুকের পাঁজরে জীবনের গান
বিবেক পথে নামে!


   *****