গরীব বোঝা বইতে ভয় পায় না
গরীব বোঝা টানতে ভয় পায় না
কিন্তু কতদিন টানবে বোঝা!


অভুক্ত পেটে দারিদ্র্যের বর্ণমালা
ঠোঁটের কোণে বিবর্ণ রোদ্দুরের ছোঁয়া
বোঝা ওদের টানতেই হবে আজীবন ...


সুখ চুরি হয়ে গেছে অচিন অন্ধকারে
সুখের ভাষা খোঁজে রাত জোনাকির দল
দলছুট পাখির মতো তৃষ্ণায় গলা শুকিয়ে  গেছে ওদের।


সুখ আসবে নীড়ে, আশায় বুক বেঁধে চলে
পাণ্ডুলিপির ধূসর স্বপ্ন যদি ভেসে ওঠে রঙিন ক্যানভাসে
হৃদয়ে খুশির রোশনাইয়ে ভরে উঠবে খড়কুটো জীবন।


            ********


রচনাকাল - ১২/১২/২০২০