বিচারক মশাই করে বিচার
    বিচার সভায় বসে
ক’জন শোনে তাঁরই কথা
  কেউবা আবার হাসে!


বিচার যদি হয় প্রহসন
   লাভ কিবা শুনে
টাকা পয়সা দিতেই হবে
   সবটা গুনে গুনে!


ন্যায় বিচার চায় সকলেই
   আইন হবেনা অন্ধ
বিচারের পরেই যাচ্ছে দেখা
   বাঁচার রাস্তাও বন্ধ!


ঠকে বেশি গরীব মানুষ
  বিচার সভায় এসে
প্রহসন ছাড়া পায়না কিছুই
   কাঁদে পথে বসে!


নিজের বিচার নিজেই করুক
   সবাই সবার বিচারক
দু’চোখ বাঁধা কালো কাপড়ে
  ক’জনই আর বিবেচক!


     ****