পাখিদের কলরবে মুগ্ধ আকাশ
নীল মেঘে ভেসে যায় পাখি
বেদনার গান ভুলেছে বাতাস
ডানা দিয়ে মুছে দেয় আঁখি।


তপ্ত দহন আষাঢ়ের মেঘ
পুড়ে যায় গরীবের ঘর
দহনের গান খেলাঘর নয়
বিধাতা হেসে দেন বর!


অভয় বানী শুনেছি কতো
গরীব তবুও দুঃখে মরে
বিধাতার হাসি হয় প্রহসন
কান্নার রোল ঘরে ঘরে!


দু’মুঠো অন্ন দু’বেলা জোটেনা
শরীর বিক্রি হয় রাতে
শেষ ট্রেন  গেছে চলে
পোকা পড়ছে শুকনো ভাতে!


ক্লান্ত মন ক্লান্ত জীবন
রঙ মেখে সঙ সাজা
বিধাতা হাসে কেন তবে
গরীবের দুঃখে পায় মজা!


    ****