আলোর পৃথিবী খুঁজছে সবাই
বিবর্ণ মলিন মুখ
কোথায় আছে খুসবু গোলাপ
কোথায় লুকাবো ভুখ।


এক মিছিলে হাঁটছি সবাই
দেখছি মরা রোদ
যাদের আছে কেউ দেখেনা
ফিরবে বিবেক বোধ?


হিমেল রোদ্দুর নেবে বিদায়
দুয়ারে দাঁড়িয়ে বসন্ত
থমকে আছে দখিনা হাওয়া
মানুষ থাকবে জীবন্ত?


বিধির বিধান খন্ডাবে কে
কপাল ভীষণ মন্দ
আবার কবে ফিরবে সুখ
মানুষ পাবে ছন্দ?


দখিনা হাওয়ায় জুড়াবে জীবন
কান্নার দিন শেষ
ভেদাভেদ ভুলে চালাবো লড়াই
রেখো না মনে দ্বেষ।


       ******


রচনাকাল - ১২/০২/২০২২