খন্ডাবে কে বিধির বিধান
জানে নাতো কেউ
পাপের বোঝা নিতেই হবে
আসবে কঠিন ঢেউ।


এক লহমায় সবই শূন্য
করবে শেষে অনুতাপ
যতই তোমরা দেখাও অহং
হবেনা তার পরিমাপ!


বিধির বিধান ললাটে লেখা
হাসেন বসে ঈশ্বর
ওরে মূর্খ, ওরে পাপী
শরীর তোদের নশ্বর।


বাসী রুটি খাচ্ছে মানুষ
তোমরা খাবে পোলাও
মিষ্টি কথা মধুর সুরে
মুখোশ পরে ভোলাও।


সাদা পাতায় সইটি নিয়ে
নিচ্ছো কেড়ে জমি
পাপের বোঝা বাড়াবে কতো
তোমরা কী ভূস্বামী?


   ****