বিদ্রোহী কবি                কাজী নজরুল
              প্রণাম লহ মোর
তোমার সৃষ্টি                চির অম্লান
           হৃদয়ে নতুন ভোর।


বাংলা ভাষাকে                 বাঙালীর প্রাণে
             দেখালে নব জাগরণ
দেশ কালের                  গন্ডী পেরিয়ে
           জাগালে এক শিহরণ!


উদাসীন মেঘ              স্মৃতির ভেলায়
            বারেক ফিরে চায়
জ্যোৎস্না আলোকে               তোমার সঙ্গীত
                 হৃদয়ে প্রাণ পায়।


যাযাবর মনে                 বিদ্রোহী পরশ
            তুমিই ভরালে প্রাণ
মানুষের মাঝে                তোমার কীর্তি
               করলে তুমি দান।


কবিতা গানে               গল্প সুরে
            তুমি রবে বরণীয়
সঙ্গীতে তোমার                মূর্ছনা সুর
             সৃষ্টি তোমার স্মরণীয়।


এক বৃন্তে                 দুটি কুসুম
         হিন্দু আর মুসলমান
শত আলোকবর্ষ            পেরিয়ে গিয়েও
           এই বার্তাই মহান।


                ****