দুঃসহ জীবন কোথায় মুক্তি
সুখের দুয়ার বন্ধ
কালো আকাশ শরীর পাথর
হয়েছি সবাই অন্ধ।


বিদুষক মেঘ ফেরারী হাওয়া
জোনাক জ্বলা জীবন
ছন্দ হারিয়ে নিঃস্ব মানুষ
লিখছে নিজের মরণ।


সবুজ বনানী ভাসছে জলে
ভাবনা বারোটা মাস
প্রকৃতির রোষে ভাষা হারিয়ে
মানুষ হয়েছে দাস।


লম্বা লাইন রেশন দোকানে
পাচ্ছে চাল ও গম
তবুও দেখি আঁধার হলেই
দুয়ারে দাঁড়িয়ে যম।


দুঃখের দিন হবে অবসান
মানুষ গাইছে গান
শিশির ভেজা ভোর আলোতে
প্রকৃতি বাঁচাবে প্রাণ।


        ******


রচনাকাল - ২৬|০৯|২০২১