মুখ থুবড়ে পড়ে বসন্তের বিকেল
পাখির বাসা থেকে একনাগাড়ে ডেকে চলেছে বাচ্চাটা
মা পাখিটা এখনো ফেরে নি ঘরে
আজও উড়তে শেখে নি বাচ্চা পাখিটা।


মানুষের বাচ্চাও কাঁদে ফুটপাত কিংবা বস্তির ঘরে ঘরে
ভোরে বেরিয়ে যায় কাজে, ফিরতে ফিরতে রাত্তির
দুধের শিশুরাও জেনে গেছে মাকে পাবে না সারাদিন।


দুঃখের বর্ণমালা ক্রমশ ঝাপসা হয়ে আসে বিবর্ণ রোদ্দুরে
মেঘের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পাখি
গোধূলির আলো নিভে যাবার আগেই ফিরতে হবে বাসায়
মানুষ কিংবা পাখি, সব্বার শিশুরা চীৎকার করছে।


অভুক্ত কান্না থামার আগেই রাত গভীর হয়
মা এসে জড়িয়ে ধরে একরত্তি শিশুদের
জীবন বয়ে তার নিজস্ব নিয়মে, ওরা এভাবেই বেঁচে চিরকাল।


                ******


রচনাকাল - ১৬/০২/২০২২