ছন্দ হারিয়ে বিপথ সমাজ
যুবারা হয়েছে অন্ধ
শিক্ষিত কেন হয়রান হয়
চাকরির দুয়ারও বন্ধ।


বন্ধ আছে স্কুল কলেজ
পরীক্ষা না দিয়ে ডিগ্রি
যুবাদের চোখ হারিয়েছে ঘুম
আয় হবে কী শীঘ্রি?


আলোর দিশা পায় না কেউই
কেমনে জুটবে ভাত
কষ্ট জীবন হয় না সহ্য
অভুক্ত কাটে রাত।


বিষাদ রোদে পুড়ে ছারখার
স্বপ্ন সুখের ঘর
অসহায় যুবারা গভীর চিন্তায়
ঘামছে যে দরদর।


ভোরের আলো লাগল এসে
অস্থির যুবাদের মুখে
মুক্তির পথ পাবে কী ওরা
থাকবে কবে সুখে!


      *****


রচনাকাল - ১৭/০১/২০২২