বিসর্জনের ঘন্টা বাজছে প্যান্ডেলে প্যান্ডেলে  
বনেদী বাড়িতেও শুরু হয়েছে মায়ের আরতি
সিন্দুর খেলায় মেতে ওঠেছে এয়তি নারীরা।


প্রতি বছরের মত তেমন জাঁকজমক হল না দূর্গা পুজো
যেন বোধনের আগেই মায়ের বিসর্জন
ঘর বন্দী জীবন থেকে আলোয় আলোকিত হয়েছে কজন!


বিসর্জনের বাজনা শুনতে শুনতে মনটা উদাস হয়ে যায়
আলো ঝলমলে প্যান্ডেল গুলোতে নেমে আসে আঁধার
এবারের উৎসব কেমন যেন প্রাণহীন মনে হয়।


গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা
শোভাযাত্রায় নেই তেমন কোন জৌলুস -
হৃদয়ের আনন্দ শুষে নিচ্ছে মারণ মহামারীর ভয়াবহ ছায়া।


মা দূর্গার কৃপায় সবার জীবন থেকে সরে যাবে দুঃসময়
'আসছে বছর আবার হবে আবার মাকে আনতে হবে'
এই ধ্বনিতে মুখোরিত হবে দেশের আকাশ বাতাস।


               *********