জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বিকেলের রোদ্দুর
বজ্রগর্ভ মেঘ হবার পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস
হাপিত্যেস করে তাকিয়ে মানুষ ...


ঘুম ভাঙা চোখে নামছে গোধূলি -
সাঁঝের প্রদীপ হাতে গৃহবধূরা দিচ্ছে সন্ধ্যা
বিকেল পাখিরা ফিরছে আপন আস্তানায়।


আকাশটা কেমন হাওয়াহীন স্থবির মনে হয়
পূর্ণিমা চাঁদের ভাঙন শুরু হয়েছে –
জোয়ারের জল নামছে ভাটার টানে ক্রমাগত।


শ্রাবণ মেঘ ঈশান কোণে ঠায় দাঁড়িয়ে
ঝিঁঝিঁ পোকা আর জোনাকির বিকট চীৎকার
বৃষ্টি নামছে ভোরের আকাশ ছুঁয়ে এক লহমায়!


          *******