ভুলেই গেছি শিক্ষা তোমার
কী করে চিনবো অক্ষর
অ আ ক খ শিখে আবার
আমরা হবো স্বাক্ষর।


এবার তুমি করো দয়া
শিক্ষায় দাও মতি
স্কুল কলেজের খোলো দরজা
ওগো মা সরস্বতী।


মাঘ মাসের পঞ্চমী তিথি
তোমাকে জানাই নমস্কার
শিক্ষায় আলো জ্বালাও আবার
আর কোরো না তিরস্কার!


দলছুট যতো শিশু কিশোর
দেখাবে স্কুলের মুখ
তোমার আশীষ পেলে সবাই
মিলবে হৃদয়ে সুখ।


শিক্ষিত বেকার আজ অসহায়
চাকরির পথ বন্ধ
আলোর দিশা দেখাও মাগো
তুমিও কেন অন্ধ!


আলোর মশাল জ্বলবে আবার
যার নাম হল শিক্ষা
বীণাপানি সরস্বতী
দাও মা সবার দীক্ষা।


       *****


রচনাকাল - ০৫/০২/২০২২