চোখের জলে লিখলে তুমি
ফাঁসির দড়ির গান
‘বন্দেমাতরম’ ধ্বনিতে তুমি
জিতলে সবার প্রাণ।


ফাঁসির মঞ্চে তুমি নির্ভীক
বিপ্লবী বাঙালী বীর
নেই অশ্রু দু’চোখে তোমার
আছে উন্নত শীর।


বিপ্লবী ক্ষুদিরামকে রাখবে মনে
এই ভারতের ভূমি
তোমারি আদর্শে দীক্ষিত হয়েই
চরণে তোমারে নমি।


বহু মায়ের অশ্রুতে লেখা
ফাঁসির দড়িতে রক্ত
শত শত বীর বিপ্লবী
হৃদয় করেছে শক্ত।


ভারত ভূমিতে উড়ছে পতাকা
দেশ হয়েছে স্বাধীন
ফাঁসির মঞ্চ শূন্য কারাগার
আজও ওদের অধীন।


    ****