অনুকাব্য   - বিষ দাঁত
****************


বিষ দাঁত দিয়েছে ভেঙে
ফোঁস করাই শেষ
রক্তচক্ষু দেখায় না আর
নীরবে আছে বেশ!


মাটিতে যাদের পড়েনা পা
এখন মাটিতে বসে
গরীবকে যারা করতো ঘৃণা
তারাই মানুষের পাশে!


         *******


অনুকাব্য  -  ভোজ
****************


চৈত্র নাকি আষাঢ় মাস
এখন বোঝা দায়
বোশেখ মাসের গরমের মতো
মানুষকে খায় গিলে!


অর্ধেক আষাঢ় পেরিয়ে গেল
বৃষ্টির নেই খোঁজ
ঠিক সময়ে চাষ না হলে
কেমনে করবে ভোজ!


       ********


রচনাকাল - ০৪/০৭/২০২০