বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে মেকি সম্পর্ক
তবুও সেই সম্পর্ক বাঁচিয়ে রাখতে মরিয়া সব্বাই
রংচঙে জীবনের মুখোশ বদলে যায় সব সময়ই!


চোখের কাজলে ঝরে পড়ছে একরাশ মুগ্ধতা -
দেখে বোঝবার উপায়ই নেই যে কত কান্না লুকিয়ে
ঐ কাজলের মধ্যেই সম্পর্কের অন্ধকার অট্টহাসি করে।


বৃথা জীবন মনে করিয়ে দেয় তোমাদের মন বলে কিছু নেই
সম্পর্কের ফাটলটা চোখে পড়ে তখনই ভীষণ ভাবে –
হাসির ফোয়ারার মধ্যে লুকিয়ে কান্নার ইমারত।


আমরা সব্বাই কাউকেই কিছুই বুঝতে দিইনা -
হাতে হাত রেখে হাসতে হাসতে পার্টিতে যাই
মধ্যরাতে ফিরেই আয়নার সামনে মেলে ধরি কুৎসিত অবয়ব!


নদীর স্রোতের মত চলমান জীবনই বৃথা –
দুটি মনকে এক ছাদের তলায় বেঁধে রাখা কী সম্ভব
ক’জন পেরেছে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে, সে সংখ্যা খুবই সীমিত!


           *******