শোঁ শোঁ শব্দে বালুচর ওঠে জেগে
গাছের পাতায় বিশ্বাসের রঙ লেগে
বল্গা হরিণ ছুটছে যেন রেগে
নীরব গাছ উঠছে ক্রমশ জেগে।


গাছের পাতা হয়নি আজও বোবা
বিজ্ঞান ক্রমশ প্রকৃতিকে মারছে থাবা
‘অশিক্ষিত’ মানুষগুলো হচ্ছে নির্বোধ দাবা
জ্ঞান পিপাসুরা জ্ঞান হারিয়ে বোবা।


আকাশের বুকে উড়ছে লক্ষ পাখি
দিনের আলো ধোঁয়াতে ভরছে দেখি
নিঃশ্বাস নিতে কষ্টে বোজে আঁখি
অবশ ডানায় মৃত্যু লেখে পাখি!


জীবনের গান গাইতে গেছি ভুলে
হৃদয় জানালা রাখবো কেমনে খুলে
মানুষ, প্রকৃতি কাঁদছে ফুলে ফুলে
বাঁচতে চাই আধুনিক জীবন ভুলে।


গোলাপ বাগিচায় ফুটছে আশার আলো
প্রকৃতি ধ্বংসে হবে না কারুর ভালো
মৃত্যু ভুলে মুছবো আঁধার কালো
করছি শপথ জ্বালবো নতুন আলো।


      ******