দুই বালিকা এক বয়সী
একজন মালিকের মেয়ে
অন্যজন ঝিয়ের মেয়ে
তার দুঃখ আছে ছেয়ে।


কান্নাগুলো লুকিয়ে বুকে
হাসে মুচকি হাসি
ঘরে অভাব রাশি রাশি
বাবা যে ভাগ চাষী।


ক'দিন হল মায়ের জ্বর
তাই এসেছে কাজে
গরীব জনম নেই কো লাজ
হাসে সবার মাঝে।


ধমক দেয় বাড়ির মালিক
কাজে দাও মন
ঘরের মেয়ে ঝিয়ের মেয়ে
হাজার বিভাজন!


স্বপ্নগুলো মাটিতে লুটায়
মেটে না অধরা সাধ
শিক্ষিত হয়ে মানুষ হবে
জীবন যে বরবাদ!


       *****


রচনাকাল  - ২১|০৫|২০২২