মাথার উপর বনবন করে ঘুরছে পাখা
তবুও ঘামছে বোবা মেয়েটা –
হাঁপাতে হাঁপাতে গলা শুকিয়ে কাঠ
একা পেয়ে পিছনে ধাওয়া করেছে
কয়েকটা দু’পেয়ে কুত্তার বাচ্চা!
সবকটা বোধহয় বেজন্মাই হবে ...


কুমারী শরীরে লকলকে আগুণ শিখা
সময়ের হাত ধরে শরীরে এসেছে বসন্ত রোদ
বোবা হলে কী হবে প্রকৃতি তাকে সাজিয়েছে অপরূপা!


বিষণ্ণ রোদ বিকেল গড়িয়ে নামছে সাঁঝের আঁধার
বোবা মেয়েটা এখনও ভয়ে তেমনি কাঁপছে
ভোরের ভেজা শিশিরের মত সরল মুখখানি
দেখলে বড্ড মায়া হয়, তবুও কেন ...


পুলিস এসে নিয়ে গেছে বোবা মেয়েটাকে
নিরাপদে ফিরে গেছে তার মা বাবার কাছে
কিন্তু সব সময় ওকে বাঁচাবে কে?
কারা শান্তি দেবে ঐ বোবা মেয়েটার
কারাই বা বুঝবে ওর গোপন বোবা অভিমান!


        *******