হিমের পরশ লেগেছে হৃদয়ে
কষ্টে বড়ই আছি
শীতের পোশাক একটু পেলে
এই শীতেতে বাঁচি।


পৌষের শীতে কাঁপছে দেখো
বুড়ো কিংবা বুড়ি
কুয়াশা ভেঙে হাঁটছে এখনো
আশি বছরের খুড়ি!


গরম পোশাক লেপ কম্বল
কতই না আয়োজন
মানুষের আছে সামান্য চাহিদা
শীত বস্ত্রের প্রয়োজন।


খোলা আকাশ বোবা কান্না
কাঁপন ধরানো শীত
নড়বড়ে জীবন এভাবেই বাঁচা
লড়াইয়ে হবে জিত!


শিশির নামছে বৃষ্টির মতো
গাছের পাতায় তুষার
গরীব মানুষ খুঁজছে সূর্য
শরীর হচ্ছে অসাড়!


    ****


রচনাকাল – ২১/১২/২০২০