বিষ বাতাস বিষ খাবার
বিষ জীবনের অঙ্গ
কদিন বাঁচবো কেউ জানিনা
কেউ দেবেনা সঙ্গ।


দিনের আকাশ হয়েছে কালো
আঁধার ভরা জীবন
কোথায় আছে সুখের আলো
ডুকরে কাঁদে মরণ।


কাঁপছে ভয়ে সারা দুনিয়া
হাসতে গেছে ভুলে
মারণ রোগ আসছে তেড়ে
নেবেই যেন তুলে!


আসবে সুদিন সেই আশাতেই
উঠছে কলম জেগে
কবিদের লেখায় নব বারতা
ভাইরাস যাবে ভেগে।


বোবা মানুষ বোবা বিশ্ব
বোবা কান্না মুখ
কলম কিন্তু নয়তো বোবা
সৃষ্টিতে তার সুখ।


   ****


রচনাকাল - ১০/০৭/২০২০