সহজ সরল অবোধ শিশু কাঁদছে ভীষণ জোরে
মা গিয়েছে বাবুর বাড়ি উঠে অনেক ভোরে।


ছোট্ট শিশু বোঝেনা কিছুই করছে শুধুই কান্না
অভাব আছে কুঁড়ে ঘরে হয়নি দুবেলা রান্না।


অনেক রাতে ফেরে মা হয় না তার দেখা
শিশুর স্বপ্ন যায় হারিয়ে কপালে দুঃখ লেখা।


কাজের বাড়ি পায়না ছুটি প্রতিদিন হয় যেতে
নইলে পেটে জুটবে না কিছুই ভালমন্দ খেতে।


ভালোবাসা অবহেলা সবই ওদের পাওনা
শিশুর স্বপ্ন ধূলায় মেশে দু'মুঠো ভাত দাওনা।


প্রতিদিন ওঠে নতুন সূর্য প্রতিদিন যায় অস্ত
বোবা স্বপ্ন ডুকরে কাঁদে সব্বাই ভীষণ ব্যস্ত!


       ******