মাথায় বোঝা কোমর সোজা
হয় না কখনো জানি
তবুও গরীব টানবে বোঝা
চির সত্যটা জানি।


চোখের নীচে পড়ছে কালি
জীবনের বোঝা ভারী
লড়াই করে বাঁচবে গরীব
দুঃখটা সারি সারি।


বুকের পাঁজরে মরা ইতিহাস
মুখ শুকিয়ে বোবা
অভাব আছে তবুও হাসে
শরীরে রোগের থাবা!


পৃথিবীর খিদে নিয়েছে গরীব
যেন হাঙরের ঘর
দুবেলা দুমুঠো জুটবে কেমনে
শুকায় গলার স্বর।


নিয়ন আলো ঝিমিয়ে পড়ে
তবুও মাথায় বোঝা
সারা রাত্তির চলতেই হবে
মেরুদণ্ড হবে কী সোজা!


    *****


রচনাকাল – ২৪/০৯/২০২০