কখনো ভাবিনি জীবনটা এভাবে বদলে যাবে
উদ্যম হারিয়ে যাচ্ছে এক আকাশ হতাশায়
একমুঠো স্বপ্ন হৃদয়ের মধ্যে সযন্তে লালিত হয়
কিন্তু ক্রমশ হাবুডুবু খায় সেই একমুঠো মায়াবী স্বপ্ন!


আবহমান কাল ধরে মানুষ বেঁচে একমুঠো স্বপ্ন নিয়ে
ভোরের আকাশে হিমেল বাতাস উধাও হয়েছে ধীরে ধীরে
তপ্ত দহনে পুড়ছে সবুজ পৃথিবীর বুক ...


স্বপ্নগুলো ক্রমশ শুকিয়ে উবে যাচ্ছে নীল সীমানায়
ধনী গরীব সব্বাই স্বপ্ন দেখতে খুবই ভালবাসে!


শঙ্খচিলের ডানায় নেমে আসে সোনালী স্বপ্নের রথ
সুখে বেঁচে থাকতে কে না চায়, সব্বাই! সব্বাই!


সুখের নীলিমায় স্বপ্ন ফেরি করতে ভালবাসে বোকা মানুষ!


            ******