এখন আমি আর আগের মত বোকা নই
আমার স্বপ্ন দুঃখ ভালো মন্দ বুঝতে পারি
মায়াবী হাতছানিতে আমি আর নষ্ট হবো না।


গাছ ততদিন সজীব থাকে যতদিন পায় যত্ন
মনের ভেতরের সুপ্ত বাসনাগুলো যত্ন করতে হয়
নচেৎ অবহেলায় নষ্ট হয়ে যাবে যত্নহীন চারাগাছ।


ডুবে যাওয়া সূর্যের সাথে উল্লাস করে জোনাকির দল
নদীর উচ্ছ্বসিত কলতানে ভেসে যায় আবর্জনা -
জীবনের নিরন্তন চাহিদায় মানুষ হেরে বসে অবলীলায়।


বোকা নদী আবর্জনা বয়ে চলে আজীবন ...
বোকা মানুষ দুঃখ ছাড়া কিছুই পায়না এক জীবনে
শরীরটাকে সবই সাঁকো ভেবে মাড়িয়ে চলে চিরকাল।।


         ********