কবিতা  - বোবা পাথর
******************


একটা একটা দিন বুকের পাঁজর মাড়িয়ে যাচ্ছে
এমন গৃহবন্দি দশা কবে কাটবে -
উত্তর নেই, সবাই যেন বোবা পাথর।


বসন্তের রোদ্দুরে মড়কের ভয়ঙ্কর ছায়া
হাসি খুশি মানুষও ভুলতে বসেছে হাসির মহিমা
ধনী গরীব সব্বাইকে এক ছাতার তলায় এনে দাঁড় করিয়েছে ঈশ্বর।


অলস সময় মানুষকে ভুলিয়ে দিয়েছে শ্রমের মূল্য
অচেনা নদীর স্রোতের মতো মানুষ খুঁজছে একটু সুখের বারান্দা
ঈশ্বর, আর কতদিন এমন গৃহবন্দি জীবন কাটাতে হবে!


ভালোবাসার নিবিড় সম্পর্কের গভীরতা যেন উবে যাচ্ছে
দিগন্তের শেষ রোদ্দুরটুকুও কেমন ম্লান হেসে মিলিয়ে যায়
কবে খুলে যাবে লকডাউন, কবে হাসবে মুক্ত হাসি?


বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল আজও অব্যাহত  -
বাতাসে শোনা যায় চোখের জলের আর্তনাদ
নিবিড় অন্ধকার ছুঁয়ে থাকে সুখ স্বপ্নের ইমারত।


             *********


রচনাকাল - ৩০/০৩/২০২০



কবিতা  - লাজুক আঁখি
*******************


বৈশাখের ভোরেও কেমন ঠান্ডা বাতাস বইছে
নতজানু হয়ে আছে দখিনা হাওয়ার আবেশ
দিগন্ত জুড়ে সবুজ বনানীতে এসেছে নতুন পাতা
কুমারী শরীরে জড়িয়ে বসন্তের ছোঁয়া।


সূর্যমুখীর হলুদ ফুলগুলো নীরবে দুলছে
শিমুল পলাশ সোহাগ ভুলে করছে কলরব
ঝর্ণার জলে স্নান করছে একদল তরুণী
ফোটা ফুলগুলোর মত আনন্দে তারা দিশেহারা।


এই বসন্তে হৃদয় হয়েছে রঙিন -
কার অন্তরে লাগল রঙ কেউ জানে না
কুমারী শরীরে বিভাবরী রাগ ঝরে পড়ে
লাজুক আঁখিতে খুশির উৎসব দিয়েছে ধরা।


কৃষ্ণচূড়ার শাখায় শাখায় রঙ লাগতে শুরু  করেছে
ভোরের নরম রোদ্দুর ছুঁয়ে যায় নারী হৃদয়
ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাষ দেয় নি হাওয়া অফিস
তবুও কোনো কোনো কুমারী শরীরে এই বৈশাখে উঠবে ঝড়।


               ********


রচনাকাল - ২৯/০৩/২০২০