অভুক্ত দেশ বোবা পৃথিবী
কাঁদছে বিশ্ব মাতা
চোখের জল মুছিয়ে দেবে
আছে কে এমন ত্রাতা!


যাকে সবাই করি পুজো
তাদের দরজাও বন্ধ
মোদের ডাকে দেবে সাড়া
দেবতা কেন অন্ধ!


বন্যা খরা রোগ বাড়ন্ত
ডাকছে মরণ চিতা
সুখের জীবনে কান্না লিখি
কোথায় মোদের পিতা!


রোগের সাথে অভাব হাজির
শুকায় বুকের ছাতি
কাঁদছে দেখো দুধের শিশু
কেমনে উৎসবে মাতি!


রোজ দু’বেলা জোটেনা ভাত
তবুও হাসতে চাই
শরৎ মানেই আগমনী গান
মাকে হৃদয়ে পাই।


   ****


রচনাকাল – ২৪/০৯/২০২১