ভিড় ট্রেনের কামরায় কাতরাচ্ছে মানুষ
মাথা উঁচু করে নিঃশ্বাস নিচ্ছে যাত্রীরা
লোকাল ট্রেন, ভিড়ে হাঁসফাঁস করছে সব্বাই
মাঘ মাসেও দরদর করে ঘামছে ভিড় ট্রেনের যাত্রীরা।


অলস দুপুর আয়েসি জীবন আর নেই
শীতের  রোদ্দুর বুকে জড়িয়ে শীত উপভোগ করার দিন শেষ
জীবিকার টানে মানুষ ছুটছে মরণের ঝুঁকি নিয়েও।


অভাবের সংসারে শুরু নেই নেই
যেতেই হবে শহরে দুমুঠো ভাতের জন্যে
সারা বছর গ্রামে আর কাজ কোথায়!


সুখী সংসারের রঙ ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে
অসহায় জীবনে দুঃখের বোঝা ভারী আরও ভারী হয়ে যায়  
ট্রেনের ভেতর থেকে মুক্তি পথ খুঁজছে বর্ণহীন মানুষ।


                 ******


রচনাকাল  - ২৮/০১/২০২২