কমলা রঙের বর্ণপরিচয় রক্তে লাল
অ আ ক খ – প্রতিটা অক্ষরের লড়াই
উনিশে মে সাহিত্যের পাতা হয়েছে রক্তিম।


জ্যৈষ্ঠের তীব্র দাবদাহেও এ লড়াই থামে নি
হাড় জিরজিরে শরীর -  
কিন্তু প্রতিবাদের কণ্ঠ আরো প্রতিবাদী।


রক্তের সঙ্গে মিশে যাছে অক্ষর শব্দ বর্ণ ...
বর্ণপরিচয়ের ভাষা ক্রমশ দাবানল
গোধূলি আলোতে আজও মলিন হয়নি কমলা রঙ।


    *****
( ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে লেখা )


রচনাকাল  - ১৯|০৫|২০২২