কবিতা  -  বর্ষার প্রথম বৃষ্টি
******************


ছাতা ছাড়াই বেরিয়ে ছিলাম বাজারে
হঠাৎ যে বৃষ্টি নামবে ভাবতেই পারিনি
মৌসম ভবনের খবর অনুয়াযী বর্ষার প্রথম বৃষ্টি
বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজার এবং বাড়ি   ফেরা।


গ্রীষ্মের তপ্ত দহনে মাটির বুক ফেটে চৌচির
একটু যেন সোহাগের আবেগ মাখা মাটির গন্ধে ভরপুর
অসুস্থ গাছগুলো নীরবে ভিজছে বর্ষার প্রথম বৃষ্টিতে
কৃষকের মুখে ফুটে উঠেছে এক চিলতে হাসি।


কৃষিকাজ সময়ে হলে সোনালী ফসল আসবে ঘরে
দুঃসময় পেরিয়ে মানুষ বাঁচতে চায় -
লাঙল গরু নিয়ে কৃষকের দল চলেছে মাঠে
বৃষ্টিতে ভিজে আবার হাসবে সবুজ বনানী, মানুষও ...


প্রথম বর্ষার বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগছে
এমন সুযোগ বার বার আসে না শৈশবের মত
শৈশবের দস্যিপনার দিনগুলো খুব মনে পড়ছে
বাঁধন হারা শৈশব খুঁজে ফেরে আজও, শুধুই বৃষ্টি  বৃষ্টি আর বৃষ্টি।


            ***********


রচনাকাল  - ১২|০৬|২০২০



কবিতা  -  অহংকারী জীবন
*********************


ঘড়ির দোলকটা থমকে আছে বহুকাল
আগের মতো ঢং ঢং করে সময় জানান দেয় না
শুধু বেঁচে আছে ঘড়ির কাঁটার টিক টিক শব্দ।


শিকলে বাঁধা মানুষের অহংকারের জীবন
একটা সময় ঘড়ির দোলকের মতো থমকে  যাবে সব
শত চেষ্টা করেও আলোর সন্ধান পাবে না।


মানুষ ভাষাহীন ভাবে তাকিয়ে দেখে ভোরের রোদ্দুরকে
সমস্ত সত্তা দিয়ে জড়িয়ে ধরতে চায় আকাশের বুক
কিন্তু ভোর পাখিদের কলরবে ভেঙে যায় স্বপ্নের রঙ।


নির্জন সৈকত ধরে মানুষ হাঁটছে একাকী
সঙ্গী কেউ নেই, সামনে অনন্ত জলরাশি  -
লাল কাঁকড়ার তীব্রতা মানুষকে আকর্ষণ করে চিরকাল।


কিন্তু বাস্তব জীবনটা বড্ড কঠিন বর্তমান অবস্থায়
বালির ভাস্কর্যের মতো ভঙ্গুর মানুষের অহংকারী জীবন
যতই সুন্দর বানাও বালুমূর্তি এক ঢেউয়ে সবকিছু শেষ।


                *********


রচনাকাল  -  ১১|০৬|২০২০