দোল উৎসবের রঙ শরীর থেকে উবে যাচ্ছে
হাসিগুলো হারিয়ে যাবে দখিনা হাওয়ার সাথে সাথেই
আকাশে ক্রমশ জমায়েত হচ্ছে চৈত্রের ভন্ড মেঘ।


চাষের জমি এক পশলা বৃষ্টি চায় -
চৈত্র বাতাসে কোকিল ডাকে সাড়া দেয় প্রকৃতি
ভন্ড মেঘের ভরসায় বসে নেই কৃষকের দল।


কাল বৈশাখীর আগাম কোনো পূর্বাভাস দেয় নি হাওয়া অফিস
জোনাকির শরীর থেকে হারিয়ে যাচ্ছে বিচিত্র রঙ
যে রঙের ছোঁয়ায় মানুষ একটু রাত্তিরে নিঃশ্বাস নিতো সেই রঙ।


মেঘ যাবে ফিরে, চৈত্রের বাতাসে বইবে দখিনা মিষ্টি হাওয়া
শিশিরের রঙ শুকিয়ে যাবে ঘাসের বুক থেকে
আকাশ জুড়ে ভেসে উঠবে চাঁদ সূর্য তারাদের মিলন উৎসব।


            *******


রচনাকাল  -  ২৬|০৩|২০২২