হাওয়ার বুকে ছুরি চালিয়ে কী সুখ তোমরা পাও
লজ্জা করে না দম্ভ দেখিয়ে শুধুই বলো দাও দাও।


কে কী খেলো, কে কী পরলো ভাবলে নিজের কথা
ভুখা মানুষ কান্না লেখে জীবন ওদের বৃথা।


উলঙ্গ শিশু ছেঁড়া পোশাক কষ্টে কাটে রাত
তবুও হাসে অভুক্ত পেট জুটবে কী দুমুঠো ভাত?


নিলাম হয়েছে ভোরের সূর্য কঠিন জীবন সত্য
কুয়াশায় ঢাকা রঙিন ভুবনে করলে ওদের ব্রাত্য!


শীত ফুরোলেই ফাগুন হাওয়ায় গাইবে খুশির গান
মানুষের পাশে থেকো চিরকাল হৃদয়টা করো দান।


ওদের চাহিদা খুবই নগণ্য দু'চোখে আঁধার কালো
বাঁচার ঠিকানা পাবেই খুঁজে দেখাও খুশির আলো।


                *********


রচনাকাল  - ১৩/১২/২০২০