বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে মা
বাবা বিছানা ছেড়ে উঠতে পারে না
দূরের আকাশটা মায়ের বড় অচেনা।


ঐ আকাশ দিয়েই একমাত্র ছেলে গেছে বিদেশে
আর ফেরে নি -
কতো অলিখিত স্বপ্নের কোলাহল
হৃদয় অলিন্দে আজও খেলা করে খোকার শৈশব।


হৃদয় জুড়ে আছে একমাত্র সন্তানের জন্যে ভালোবাসা
জীবনের সুখের ইতিহাসে আজ ভালোবাসা হীনতার যন্ত্রণা
শৈশবের আদরের খোকা আজ কতো বড়ো হয়ে গেছে।


ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস -
অসহায় বৃদ্ধ বাবা মায়ের জন্যে বৃদ্ধাশ্রম ছাড়া অন্য কোনো পথ নেই
এক বুক অভিমান জন্ম নেয় হৃদয় গভীরে।


খোকা ফিরবে ঘরে এই আশায় পেরিয়ে যায় দিন মাস বছর ...
শৈশবের মুখটা বড্ড মনে পড়ে  -
আজ যে খোকার জন্মদিন, খোকা ভুলে গেছে তার শৈশব কৈশোর যৌবন।


            *******


রচনাকাল  - ১৫|০৬|২০২২