মা দুর্গা ফিরে গেছে কৈলাসে ...
গঙ্গার ঘাটে ঘাটে এখনও বিসর্জনের টুকরো কোলাজ
ব্যথাতুর হৃদয়ে তাকিয়ে আছি তোমার যাত্রাপথে
চোখ দুটো ভিজে ওঠে অলীক অভিমানে।


তুমি চলে গেছে মা তোমার আলয়ে
যাবার পরেই অকাল বর্ষণে ভেসে যাচ্ছে তোমার সন্তানরা
একটু খুশি, একটু আনন্দ, তারপরেই কী বিষাদ!


দ্বাদশীর চাঁদ ডুবতে না ডুবতেই আকাশ জুড়ে আঁধার
অবিরাম ধারায় বৃষ্টিতে সবকিছুই তছনছ ...
মধ্যবিত্ত জীবন দুর্বিষহ, অসহায় করুণ আর্তনাদ।


হেমন্ত ঋতুর পদধ্বনি শুনতে পাচ্ছে মানুষ ও প্রকৃতি
শরৎ বিদায়ের এই কী পরিণাম মা –
আর কয়েক দিন পরেই ঘরে উঠবে সোনালী ফসল।


এমন বৃষ্টিতে সবকিছু ডুবিয়ে দিও না মাগো
দুঃসময় পেরিয়ে মানুষ সবে হাসতে শিখেছে
সবুজের গর্ভে এখন সোনালী ধানেতে ভরে গেছে
এসময়ে বৃষ্টি মানেই জন্মের আগেই সব কিছুই শেষ।


      *****


রচনাকাল – ১৮/১০/২০২১