দুঃখ দুর্দশা হবে বিলীন
আশীষ দেবেন বুদ্ধ
পূর্ণিমা চাঁদ জোছনা ছড়ায়
বুদ্ধের কৃপায় শুদ্ধ।


মানুষ মানুষকে বাসবে ভালো
থাকবে না কোনো দ্বেষ
রক্ত নদী বইবে না আর
এই আমাদের দেশ।


বুদ্ধের আশীষ মাথায় নিয়ে
পালন করি ব্রত
বুদ্ধ পূর্ণিমার চাঁদের আলোয়
সুকর্মে হবো রত।


বুদ্ধের জয়গান করবো সবাই
ইতিহাস থেকে শিক্ষা
মানুষ মানুষকে করবে আপন
এটাই বুদ্ধের দীক্ষা।


আলোর পৃথিবী খুঁজছে মানুষ
দেখাবে প্রভু পথ
সব ধর্মের মানুষ সমান
বুদ্ধের পথই মত।


        ******


রচনাকাল  - ১৪|০৫|২০২২