আলোকিত জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বুকের কার্নিশ
পাল তোলা নৌকায় গান গায় মাঝিমল্লা ...
স্রোতের টানে উজান বাইতে বাইতে চলে যায় মাঝ দরিয়ায়!


শুধুই জল আর জলের মায়ায় ভেসে চলে অনন্ত পথ
জীবনের মানে জানে না তারা কেবলই মাছের নেশা
কখনও বা উত্তাল সমুদ্রে জীবনকে করে বাজি!


হাজার প্রতিকূলতা উপেক্ষা করে জলেই ভাসিয়ে দেয় জীবনটা
উপরওয়ালার হাতে ছেড়ে দেয় নশ্বর দেহ –
পরিবার কে বাঁচাবার জন্যে এ এক অন্য জীবনের লড়াই!


শীত গ্রীষ্ম বর্ষায় জলকে করে তাদের চিরসাথী
শ্রমিকদের স্বার্থ দেখে ক’জন মহানুভব মালিক
তবুও জীবন ও জীবিকার তাগিদে জীবনকে জলে ভাসায়!


         ********