কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল
রাত গভীরে তো এসব কাজই হয় -
বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বস্তি
কুঁড়ে ঘরের হৃদপিন্ড কী সহজেই না ভাঙা যায়!


বুলডোজার এগিয়ে চলেছে প্রতিবাদহীন গতিতে
কে রুখবে, কার এতো ক্ষমতা  -
ভেঙে তছনছ করেই যে ওদের সুখ
বস্তির মানুষগুলো বোবা অসহায় ...


দমকা হাওয়ার মতো বেওয়ারিশ ক্ষতবিক্ষত -
এক নিমেষে বদলে যায় বস্তি বাসির ঠিকানা
বুলডোজার কখনও আপন হয় না
বস্তির বুকে গড়ে উঠবে বহুতল, কান্না সেখানে মূল্যহীন।


মানুষগুলো কোথায় যাবে -
মাথার উপর একফালি খোলা আকাশ
আঁধার জীবনের গল্পগুলো শুনতে চায় না কেউ
বুলডোজার চালায় যারা তারাও বুলডোজারের থেকেও ভয়ঙ্কর।


             ******


রচনাকাল  - ২১|০৯|২০২২