বড়দিনের মজা নিতে করছে মানুষ উল্লাস
এই শীতেতে কেউ কী যাবে কাশ্মীর, কৈলাস!


ছেলে বুড়ো সবাই এখন খুশির জোয়ারে ভাসে
সামনে আছে কঠিন লড়াই অবুঝ মানুষ  হাসে।


আলোক মালায় সেজেছে শহর মানুষের নেই হুঁশ
রক্তচক্ষু দেখায় রোগ মানুষ বলছে ফুস মন্তর ফুস!


সান্তাক্লজের পোশাক পরে বিলিয়ে দেয় সবই
সারা রাত্তির উৎসব করে খাচ্ছে সবাই খাবি!


শীতে কাঁপছে আর্ত মানুষ ফুটপাতে কাটে রাত
সাহায্যের হাত দাও বাড়িয়ে দু'মুঠো জুটুক ভাত।


বড়দিন আসবে যাবে জ্বলবে আবার আলো
সুখটুকু থাক চিরকালীন সবার হোক ভালো।


                *******


রচনাকাল - ২৫শে ডিসেম্বর ২০২১ ( বড়দিন )